ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

লালপুরে চিকিৎসকের বাসায় চুরি ১০ লাখ টাকার মালামাল লুট

লালপুরে চিকিৎসকের বাসায় চুরি ১০ লাখ টাকার মালামাল লুট

এ জেড সুজন, লালপুর (নাটোর)
 নাটোরের লালপুর উপজেলার বাজার এলাকায় চিকিৎসকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ এ.এইচ.এম আনিসুজ্জামান পিয়াসের পিতা প্রাণিসম্পদ চিকিৎসক  ডাঃ আনসার আলীর (৭৫) বাড়িতে এই ঘটনা ঘটে। ওই বাসার সদস্যদের কয়েকদিন যাবত অনুপস্থিতির কারণে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
পিয়াসের ভাই আতিক জানান, তাদের পিতা প্রায় দুই সপ্তাহ যাবত অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বড় ভাই পিয়াস সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে তিনি জানান। শুক্রবার ১৫ অগাস্ট সকাল ১০টার দিকে তার পিতা সহ পরিবারের  সদস্যদরা বাড়ি ফিরেন। বাসায় দরজা খুলে তারা ঘরের ভেতর সবকিছু এলোমেলো দেখতে পান। এসময় বিভিন্ন অন্যান্য কক্ষের আলমারি ও আসবাবপত্র ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ডা. পিয়াসের মা আফরোজা খাতুন জানান, গত কয়েকদিন যাবত বাসায় কেউ না থাকার সুযোগে নগদ টাকা, সোনার অলঙ্কার, ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।