
ভেড়ামারায় অভিভাবক সমাবেশ
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ রোধ, মাদকের কুফল সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বুধবার সকাল ১১ টা সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও অভিভাবক সহ শিক্ষক বৃন্দ।
Print [1]