ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান–মেম্বার দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান–মেম্বার দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ

হেলাল মজুমদার, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। এর জেরে পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে টানা দুই দিন ধরে অবস্থান নিয়েছেন ইউপি মেম্বাররা। এতে জন্মনিবন্ধন ও প্রত্যয়নপত্রসহ নানা কাজে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থী নারী-পুরুষেরা তালাবদ্ধ ফটকের সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েন। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেম্বারদের অবরুদ্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তারা মুক্ত হলেও ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলুয়া গ্রামের আমেনা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“বিদেশে যাওয়ার জন্য জরুরি প্রত্যয়ন নিতে দুই দিন ধরে আসছি। কিন্তু ফটকে তালা ঝুলছে। প্রতিদিন ভ্যানভাড়া খরচ করেও কোনো কাজ করতে পারছি না। চেয়ারম্যান–মেম্বারদের ঝগড়ার খেসারত দিতে হচ্ছে আমাদের মতো গরিব মানুষকে।”

আরেক ভুক্তভোগী হামিদুল অভিযোগ করেন,
“তাদের ভাগাভাগির ঝামেলার কারণে আমাদের দিন দিন ঘুরতে হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির বিচার চাই।”

অপরদিকে মেম্বাররা দাবি করেন, পরিষদের নির্ধারিত সম্মানী ভাতাসহ আর্থিক লেনদেনে চেয়ারম্যান অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এজন্যই চেয়ারম্যানের অপসারণের দাবিতে তারা আন্দোলনে বসেছেন।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,
“চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের আনা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চেয়ারম্যান–মেম্বারদের এই অচলাবস্থার কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, আর ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।