ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে নারী সহ ২ জন আটক

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে নারী সহ ২ জন আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাখেরা বেগম (৩৬) নামের নারী ও মাহবুব আলম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) সকালে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার ২নং পালশা ইউনিয়নের দামপাড়া বাঁশমুড়ি নামক এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছনে অভিযান চালিয়ে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৩ হাজার ২০০ টাকা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮) ও অপরজন ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুস ছামাদের মেয়ে সাখেরা বেগম (৩৬)।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃত মাহবুব আলম একজন কসমেটিকস দোকানি। এ ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।