
ভেড়ামারায় বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার কারেন্ট জাল আটক ও ধ্বংস
হেলাল মজুমদার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রয়েল এন্টারপ্রাইজ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩ হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
পরে জব্দকৃত কারেন্ট জাল ভেড়ামারা উপজেলা চত্বরে প্রকাশ্যে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, বিজিবি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি জানায়, নদীর মাছের প্রজনন ও পরিবেশ রক্ষার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।