ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা

দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা

নিউজ ডেস্ক:
দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুষ্টিয়া জেলার রাজনীতির পরিচিত মুখ জনাব শের আলী সবুজ বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি তিনি হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শের আলী সবুজ কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি দৌলতপুর ও আশপাশের এলাকায় একজন সমাজসেবী এবং মানবিক মানুষ হিসেবেও পরিচিত। তাঁর অসুস্থতার খবরে দলমত নির্বিশেষে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

জনাব শের আলী সবুজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জন্য সকলের দোয়া প্রয়োজন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন—এই প্রত্যাশা সকলের।

আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন জনাব শের আলী সবুজকে দ্রুত আরোগ্য দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
আল্লাহ পাক যেন তাকে দ্রুত রোগমুক্তি করেন, আমিন।