
বোয়ালমারীতে ছুটি ছাড়াই দুই শিক্ষক অনু উপস্থিত শোকজ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস (৪০) ও সহকারী শিক্ষক সুমন কুমার বালা (৩৯) ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত ১৫ দিন। অনুপস্থিত থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া তাদের দুইজনকে শোকজ করেছেন এবং বেতন বন্ধ করে দিয়েছেন।
দুই শিক্ষকের বাড়ি বাজিদাদপুর গ্রামে।
জানা যায় গত মাসের ৮ আগস্ট স্কুলের সামনে প্রতিবেশী রবীন্দ্রনাথ বিশ্বাসের সাথে নীতিশ বিশ্বাস ও সুমন কুমার বালার মারামারি হয়। এ ঘটনায় রবীন্দ্রনাথ বিশ্বাস বাদী হয়ে ৯ আগস্ট নীতিশ বিশ্বাসকে প্রধান আসামি করে ও সুমন কুমার বালাকে ৩ নং আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। মামলার পর ১০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত তারা দুজন ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ে মোট শিক্ষক ৪ জন।
তাদের অনুপস্থিতির কারণে ২৪ আগস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের দুজনকে শোকজ করেন। শোকজের চিঠিতে বলা হয় তিন কার্য দিবসের মধ্যে জবাব দেয়ার জন্য। দুই শিক্ষক দুই কার্য দিবস ২৬ আগস্ট শোকজের জবাব দিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস ও সহকারী শিক্ষক সুমন কুমার বালা বলেন, আমাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ছুটি ছাড়াই স্কুলে অনুউপস্থিত ছিলাম। অনুপস্থিত থাকার কারণে ২৪ আগস্ট আমাদেরকে শোকজ করা হয়। আমরা ২৬ আগস্ট শোকজের জবাব দিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া সোমবার বলেন, বাজিদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস ও সহকারী শিক্ষক সুমন কুমার বালা ছুটি না নিয়েই ১৫ দিন অনুপস্থিত ছিল বিদ্যালয়ে। তাদের আগস্ট মাসের বেতন বন্ধ করে দেয়া হয়েছে এবং তাদের দুজনকে শোকজ করা হয়েছিল। তারা শোকজের জবাব দিয়েছে। শোকজের জবাব যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।