ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির নেত্রী  ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনা গুরুতর আহত

বিএনপির নেত্রী  ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনা গুরুতর আহত

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন  ভেড়ামারা ১০ মাইল নামক স্হানে প্রাইভেট কার  কাভার্ড ভ্যান গাড়ির  সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়।

বুধবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়ায়  দলীয় কাজ সেরে  তার ব্যক্তিগত প্রাইভেট কার গাড়ি যোগে ভেড়ামারায় আসার পথে    দশ মাইল নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে  আসা কাবার্ড ভ্যান গাড়ি    প্রাইভেট কার  গাড়িকে সামনে থেকে সজরে ধাক্কা মারলে  প্রাইভেট কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা বিএনপি নেত্রী ফরিদা  ইয়াসমিন( ৬০) হাজী নজরুল ইসলাম নজু (৫০) রাজু (২৬)  মিলন (৩০)গুরুতর  আহত হয়। ঘটনাস্থল থেকে  স্থানীয় লোকজন তাদের কে  উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছেন। ফরিদা ইয়াসমিনের  মাথায় আঘাত লেগেছে ও তার  নাক ফেটে রক্তাক্ত  হয়েছে।