ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল

হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল

শ্রী শুকদেবলালঃ
ঢাকার হাজারীবাগ থানার কৃতি সন্তান, মহান মুক্তিযোদ্ধা, সাবেক তিনবার নির্বাচিত কাউন্সিলর, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান (মজু) আজ ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে হাজারীবাগসহ সমগ্র ঢাকা শহর হারালো একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় নেতাকে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনীতি ও সমাজসেবার প্রতিটি অঙ্গনে তিনি রেখে গেছেন অসাধারণ দৃষ্টান্ত। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় তিনি ছিলেন এলাকার আশ্রয়স্থল এবং মানবকল্যাণে এক আলোকবর্তিকা।
মুজিবর রহমানের কর্মজীবন, সততা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।