
হাজারীবাগের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের ইন্তেকাল
শ্রী শুকদেবলালঃ
ঢাকার হাজারীবাগ থানার কৃতি সন্তান, মহান মুক্তিযোদ্ধা, সাবেক তিনবার নির্বাচিত কাউন্সিলর, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান (মজু) আজ ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে হাজারীবাগসহ সমগ্র ঢাকা শহর হারালো একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় নেতাকে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনীতি ও সমাজসেবার প্রতিটি অঙ্গনে তিনি রেখে গেছেন অসাধারণ দৃষ্টান্ত। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় তিনি ছিলেন এলাকার আশ্রয়স্থল এবং মানবকল্যাণে এক আলোকবর্তিকা।
মুজিবর রহমানের কর্মজীবন, সততা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
Print [1]