
ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক মাসের কারাদণ্ড
হেলাল মজুমদার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ২টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল প্রামানিক (৪৯), পিতা- মো. নুর প্রামানিক, গ্রাম- বাহিরচর এবং মো. হাফিজুর রহমান (২৪), পিতা- মো. আজাদ, গ্রাম- খাজানগর, কুষ্টিয়াকে আটক করা হয়। তারা অনুমোদন ব্যতিরেকে নদী থেকে বালু উত্তোলন করছিলেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের একই আইনের ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল, যার ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ ও আশেপাশের কৃষিজমির ক্ষতি হচ্ছিল।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন অনুযায়ী আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং এ কার্যক্রম চলমান থাকবে।”
এ ঘটনার পর পদ্মা নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অব্যাহত নজরদারির দাবি জানিয়েছেন।