ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ

পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে সোহেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের জেকেরের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দ্রা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সালাম (৪২) সকালে তার নিজ কলা বাগান পরিদর্শনে যান। এ সময় তিনি বাগানের ভেতরে সোহেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিষয়টি পুঠিয়া থানা পুলিশকে জানানো হয়।

নিহত সোহেল কান্দ্রা (জরমডাঙ্গা) গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। তার পরিবার জানায়, সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।