
ভেড়ামারায় প্রফেসর সাইফুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মতবিনিময় সভা।
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে ধানশীষ হাউসে ১৩ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় ২০২৬ সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রফেসর ড. সাইফুল ইসলাম দলীয় মনোনয়ন চাইবেন কিনা সে বিষয়ে নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের মতামত নেয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাইদ (শামীম), আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার ড্যাবের সদস্য ডা. জাহিদ হাসান রিপক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম দুলাল সহ অনেক নেতাকর্মী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,আমাদের নেতা ও দেশ নায়ক তারেক জিয়া বলেছেন এবং ৩১ দফার মধ্যে আছে দলের মধ্যে কোন নেতা দুর্নীতি করলে তাকে ছাড় দেওয়া হবে না।
প্রফেসর ড. সাইফুল ইসলাম আরো বলেন,
এখানে অনেক নেতা উপস্থিত আছেন আমাদের কারণে কোন কষ্ট না পান। আমরা যেতে চাইলে কেন জানি আমাদের ছেড়ে যেতে চান না। আমাদের কেউ কেউ দয়া করতে চাই। দয়া আমরা নেয় না। আমরা জনগনের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।