ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া

এসো হে নবীন, এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে !
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ১৫ সেপ্টেম্বর  (সোমবার) সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো ভেড়ামারা সরকারি মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসরুর উল আলম।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহা: আনিসুর রহমান, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহা: জিয়ারুল ইসলাম।সহ উপস্থিত শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রীরা