ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ

দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ
ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান বেলাল উদ্দিনের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে বেলাল উদ্দিনের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আরজ উল্লাহ, ইউপি চেয়ারম্যান প্রার্থী হাসান মাস্টার, জামায়াত নেতা এনামুল মাস্টারসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান।

গণসংযোগে বেলাল উদ্দিন বলেন,
“সাধারণ মানুষের মুক্তি ইসলাম ছাড়া সম্ভব নয়। ইসলামই একমাত্র পথ, যা প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন,
“দেশে শান্তি, সুবিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। দেশের রাজনীতিতে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে জনগণের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গণসংযোগ কর্মসূচি ঘিরে বাজার এলাকায় কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা প্রার্থীর সঙ্গে কথা বলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নানা প্রত্যাশা ব্যক্ত করেন।

মাওলানা বেলাল উদ্দিন প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে দৌলতপুরের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করার পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করবেন।