
বোয়ালমারীতে পিস্তল উদ্ধার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থেকে একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৬.০৯.২৫) ভোর রাতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবুল কাজীর বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাবুল কাজীর দুই তলা বাড়ির নিচ তলার সিড়ির সামনের একটি সানসেটের উপর থেকে পিস্তলটি উদ্ধার করে। পিস্তলটি একটি সিলভারের পাতিলের ভিতর রাখা ছিল। পিস্তলের সাথে একটি ম্যাগাজিনও ছিল। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান পিস্তল উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অর্জিনাল পিস্তল। এ বিষয়ে পুলিশ বাদি মামলা হবে। পুলিশ তদন্ত করে দেখবে পিস্তলটি কোথা থেকে কিভাবে এখানে এসেছে বা কারা এনেছে।