ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

দশমিনায় দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

দশমিনায় দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় পরিষদ কনফারেন্স হল রুমে শারদীয় দূর্গপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমৃকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিঠন চন্দ্র হালদার, বিএনডিবি কর্মকর্তা এসএম আরিফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহিন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ কমিটির সদস্যগন। সভায় প্রধান অতিথি অবহিত করেন এ বছর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১৬ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ সময় আইনশৃঙ্খলার কোন ভাবে অবনতি না হয় সে জন্য দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক অবস্থান সহ টহল বৃদ্ধি করার নির্দেশ দেন। পূজা অনুষ্ঠান চলাকালিন সময় উপজেলা পরিষদে একটি জরুরী কন্টল রুম এর ব্যবস্থা করা হবে।