ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫: বগুড়া জেলা অর্জন করলো কোয়ার্টার ফাইনালে উত্তরণ

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫: বগুড়া জেলা অর্জন করলো কোয়ার্টার ফাইনালে উত্তরণ

আব্দুস সালাম (বাগমারা): রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবল লিগের রাউন্ড ১৬ এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় নওগাঁ জেলা ও বগুড়া জেলা। খেলা শুরু হয় বিকাল ২টায়, যেখানে প্রথম ১০ মিনিটেই দুই দলই শক্তিশালী ফুটবল প্রদর্শন করে। তবে, পরে বগুড়া জেলা আক্রমণাত্মক হয়ে উঠে।

খেলার প্রথমার্ধের ৩৩ মিনিটে বগুড়া জেলা কর্নার পায়। সৈকতের কর্নার কিক থেকে শাওনের অসাধারণ হেডে প্রথম গোলটি করে বগুড়া। এরপর, আর কোন গোল না হলে বগুড়া জেলা ১-০ ব্যবধানে প্রথমার্ধে এগিয়ে থাকে।

বিরতির পর, দ্বিতীয়ার্ধে বগুড়া জেলা ছন্দ হারিয়ে ফেলে, এবং নওগাঁ জেলা দলের তানভীর আহমেদের দূরপাল্লার এক শটে ৬৫ মিনিটে সমতা আসে। ফলে ১-১ গোলে ম্যাচের সময় শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও গোল না হওয়ায়, খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে বগুড়া জেলা ৪-৩ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তরণ অর্জন করে। খেলা সরাসরি সম্প্রচার করা হয় G Sports ফেসবুক পেজে।