ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মহাদেবপুরে মাদক সেল্টারকারী, মাদক সেবনকারীর মিথ্যে সংবাদে তোলপাড় 

মহাদেবপুরে মাদক সেল্টারকারী, মাদক সেবনকারীর মিথ্যে সংবাদে তোলপাড় 

 মোহাম্মদ আককাস আলী  :
নওগাঁর মহাদেবপুরে এক মাদক সেল্টারকারী, মাদক সেবনকারীর মিথ্যে সংবাদে পাঠকদের মধ্যে ঝড় উঠেছে। দেশ-বিদেশের নেট দুনিয়ার ভাইরাল হওয়া কুখ্যাত মাদক সেল্টারকারী,মাদক সেবনকারী,কাজী সাঈদ টিটু তার পত্রিকায় “মহাদেবপুরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে গণঅভ্যুত্থানের হামলাকারীরা” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর পাঠক এবং সমালোচকদের মাঝে ঝড় উঠেছে। নেট দুনিয়ার  বিভিন্ন পাঠক এই মাদক সেল্টাকারী,মাদক সেবী চাঁদাবাজকে ভৎষনা দিয়েছেন। শুধু তাই নয় অনেক পাঠক এই আওয়ামী সরকারের পাচাটা দালালকে গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য ১৩ অক্টোবর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালনের অনুষ্ঠানে কর্মকর্তাদের সাথে মঞ্চে ছিলেন সাংবাদিক বরুণ মজুমদার,আয়নুল হোসেন,লিয়াকত আলী বাবলু এবং আককাস আলী। সাংবাদিক লিয়াকত আলী বিএনপির একজন সক্রিয় সদস্য এবং উপজেলা পাঠাগারের লাইবেরিয়ান। নারী কেলেঙ্কারিসহ তাকে নিয়ে বিভিন্ন অপবাদসহ সংবাদ প্রকাশ করে। সাংবাদিক আককাস আলীকে আওয়ামীলীগ বানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদের তোকমা লাগিয়ে অপপ্রচার চালিয়েছে। সাংবাদিক আককাস আলী বাংলাদেশের যতগুলো দল আছে কোন দলেরই সে সদস্য নয়। এই মাতাল মাদক সেল্টারকারী মাদক সেবনকারী আককাকে ফ্যাস্টি বানিয়ে দিয়েছে। শুধু তাই নয় তার মহাদেবপুর দর্পণ নামে আইডিতে একেক সময় একেক অপবাদে লিপ্ত রয়েছে। সাংবাদিক আককাস আলী জানান, আমার কোন দলের সাথে সম্পৃক্ততা নেই,এই মাতাল টিটু আমাকে নিয়ে যে অপবাদের তোকমা লাগিয়েছে তা মিথ্যে ভিত্তিহীন। ৫ আগস্ট আমি রাজশাহীতে অবস্থান করছিলাম। আমি যে হামলাকারী তার রীতিমতো প্রমাণ এই টিটু মাতালকে দিতে হবে। অপরদিকে সাংবাদিক বরুন মজুমদারকে যুবলীগের সদস্য বানিয়ে দিয়েছে। তিনি যে যুবলীগের সদস্য এই মাতাল তার প্রমাণ এখনো খুঁজে বের করতে পারেননি।
সাংবাদিক আয়নুল হোসেনকে একজন প্রতিবন্ধী। লাঠিই ভর দিয়ে চলাফেরা করে। সে কোন দলের সাথে সম্পৃক্ত নয়। তাকে ৫ই আগস্টের হামলাকারির মধ্যে জড়িত করিছে। এ মাতাল এখানেই ক্ষান্ত নয়, সাংবাদিক আজাদুল ইসলামকে নিয়েও ব্যাপক প্রোপাগান্ডায় লিপ্ত রয়েছে। প্রকাশ থাকে যে, এই মাদক সেবী টিটুকে আইন-শৃঙ্খলা মিটিং থেকে বিতাড়িত করে দিয়েছে উপজেলা প্রশাসন। আরো প্রকাশ থাকে যে,মহাদেবপুর দর্পণ কাজী টিটুর চাঁদাবাজির হাতিয়ার। এ হাতিয়ারকে ব্যবহার করে প্রশাসনসহ বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি লিপ্ত থাকে।