ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টি ব্যতীত নির্বাচন হবে না বাংলাদেশে — দৌলতপুরে আলোচনা সভায় শাহরিয়ার জামিল জুয়েল

জাতীয় পার্টি ব্যতীত নির্বাচন হবে না বাংলাদেশে — দৌলতপুরে আলোচনা সভায় শাহরিয়ার জামিল জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার আল্লারদর্গা এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।

সভায় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, “জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা কল্পনাতীত বিষয়। যারা জাতীয় পার্টি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন, তারা আমাদের শাসনামল দেখে আসুন। জাতীয় পার্টি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলেছে। আওয়ামী লীগ ও বিএনপি দেশকে নতুন কিছু দিতে পারেনি; বরং জাতীয় পার্টির গড়া দেশকে লুটপাট করেছে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নূরুন নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাহাজাদা, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, চিলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম, নেতা জাহাঙ্গীর আলমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ২৩ অক্টোবর পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম উপজেলা ব্যবস্থা চালু করেন। উপজেলা দিবসটি সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে পালিত হয়।