ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ভোটের শক্তিতেই পরিবর্তন, বন্দুকের ভয় নয় — প্রফেসর ড. সাইফুল ইসলাম

ভোটের শক্তিতেই পরিবর্তন, বন্দুকের ভয় নয় — প্রফেসর ড. সাইফুল ইসলাম

হেলাল মজুমদার কুষ্টিয়া :
মোকারিমপুর সরকারি বিদ্যালয় মাঠে শুক্রবারের বিকেলটা যেন অন্যরকম ছিল। মাঠজুড়ে জনতার ঢল, চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে একটাই স্লোগান—
“ধানের শীষে ভোট চাই, সাইফুল ভাইয়ের জয় হোক!”

জনতার সামনে দাঁড়িয়ে বিএনপির কুষ্টিয়া–২ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম দৃঢ় কণ্ঠে বললেন,
“আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই, বন্দুকের ভয় নয়। জনগণই আমাদের শক্তি, তাদের ভালোবাসাই আমাদের সাহস।”

তিনি বলেন, “রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের হৃদয়ের সঙ্গে সংযোগ। যদি সেই সংযোগ হারিয়ে ফেলি, তাহলে রাজনীতি শুধু শব্দে সীমাবদ্ধ হয়ে যায়। রাজনীতির আসল সৌন্দর্য মানুষের হাসি, ভালোবাসা ও সম্মানে।”

নারীর সম্মান প্রসঙ্গে আবেগভরে বলেন, “আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন। নারীই জীবনের মূল উৎস—তাই সমাজে নারীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। নারী নিরাপদ না হলে কোনো দেশই শান্তি ও উন্নতি অর্জন করতে পারে না।”

গণতন্ত্রের আহ্বান জানিয়ে ড. সাইফুল বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষার রাজনীতি করেছে। আমাদের নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই পরিবর্তন আসবে—বন্দুকের মুখে নয়।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ত্যাগ ছাড়া রাজনীতিতে সাফল্য আসে না। অশুভ প্রতিযোগিতা নয়, একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা দরকার। বিএনপি নীতির রাজনীতি করে, ক্ষমতার নয়।”

সমাবেশে উপস্থিত নারী-পুরুষের চোখেমুখে ছিল নতুন আশার আলো। কেউ কেউ বলছিলেন, “সাইফুল ভাই আমাদের মাটির মানুষ, তিনি আমাদের মতোই ভাবেন, আমাদের মতোই স্বপ্ন দেখেন।”

শেষে তিনি বিনয়ের সঙ্গে বলেন,“আমি যদি মনোনয়ন পাই, এই অঞ্চলের মানুষের ভালোবাসার ঋণ জীবন দিয়েও শোধ করব। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, বিভাজনের জন্য নয়—ঐক্যের জন্য। ইনশাল্লাহ, সময়টা বিএনপির।”