ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৫ বছর শেষ করে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির পরিচালনা পর্ষদের উদ্যোগে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সকাল থেকে দিনব্যাপী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনি পার্কে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদ। সকাল ১০ টা থেকে শুরু হয়ে প্রথম পর্বের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি নুরুল কাদের, দিনের খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম ফেরদৌস রিয়াজ জিল্লুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক খালিদ হাসান সিপাই। আলোচনা সভা শেষে ও ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। জুম্মার নামাজের পর মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। মধ্যাহ্নভোজের পর আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিশু বাচ্চা ও মহিলাদের অংশগ্রহণে বেশ কয়েকটি খেলাধুলার আয়োজন করা হয়।  দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের উদ্যোগে বাড়তি বিনোদনের জন্য শুভেচ্ছা কুপনের মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৈনিক দিনের খবর পত্রিকাটি নিয়মিত তথ্য নির্ভর এবং জনকল্যানকর সংবাদ প্রকাশ করে থাকে। সবচেয়ে বড় বিষয় পত্রিকাটির পরিচালনা পর্ষদ অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিয়মিত পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।  কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকাটি অত্যন্ত সুনামের সাথে তার প্রকাশনা অব্যাহত রেখেছে।

আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করে বলেন , গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের নানা অনিয়ম দূর্নীতি রোধে পত্রিকা মূখ্য ভূমিকা পালন করতে পারে। দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দিনের খবর পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম কাদেরী শাকিল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন, দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক প্রকাশক ড. আমানুর রহমান,  দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সম্পাদক অ্যাড. শামীমুল হাসান অপু, দৈনিক জন মতামত পত্রিকার সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লূৎফুর রহমান কুমার,  দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু।

পূরো অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, উপস্থাপনা করেন, দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া অফিস প্রধান প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মূল্যবান বক্তব্য রাখেন, দিনের খবর পত্রিকার সাবেক প্রকাশক ও সম্পাদক মরহুম ফেরদৌস রিয়াজ জিল্লুর পিতা বীর মুক্তিযোদ্ধা রইচ উজ্জামান মিয়া, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভি কুষ্টিয়া প্রতিনিধি লিটন-উজ-জামান, দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি রাশেদুজ্জামান খান টুটুল, দেশটিভির কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, সময় টিভি কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদ, দৈনিক আমাদের অর্থনীতির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুম মুনিব, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন, এস এ টেলিভিশন কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, কুষ্টিয়া জজ কোর্ট এর বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট আব্দুর রউফ, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট তরিকুল ইসলাম সাগর, কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, কৃষি কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইন এলিন, বিজয় টিভি কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, দৈনিক সূত্রপাত ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হোসেন, দৈনিক আজকের সূত্রপাত ভারপ্রাপ্ত সম্পাদক সাকিব, তরঙ্গ নিউজ ও খবরপত্র কুষ্টিয়া প্রতিনিধি রেজা আহাম্মেদ জয়, দৈনিক দিনের সমাচারের সম্পাদক চয়ন আহমেদ, মানবজমিন কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস। দিনের খবর পত্রিকা পরিচালনা পর্ষদের সদস্য, আব্দুল আওয়াল বাদশা, জিল্লুর রহমান জনি, রাকিবুল হাসান রিংকু, দিনের খবর পত্রিকার আমলা প্রতিনিধি আকতার হোসেন ও ভেড়ামারা প্রতিনিধি আজিজুল হাকিম, সকালের সময়ের আব্দুল মান্নান, যুগান্তরের রেজাউল ইসলাম, মানবজমিনের শাহ জামান, কালবেলার বুলবুল আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, জনবাণী পত্রিকার অলিউল ইসলাম অলি, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার। ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পার্সন নিয়ামুল, এন টিভির ক্যামেরা পার্সন সারফু, নেশন টিভির প্রধান নির্বাহী ইরফান রানা, নিউজ ২৪ ক্যামেরা পার্সন রাসেল সহ আমন্ত্রিত প্রায় সাড়ে ৪ শতাধিক অতিথি।

দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের সদস্য বনি ইসরাইল, জাহিদ হোসেন, মমিন হোসেন, শিমুল হোসেন, হারুনুর রশিদ ইউভি, মুস্তাফিজুর রহমান লিটন, হেলাল উদ্দিন, আরমান হোসেন, সাজেদুর রহমান টিটু, সুমন আলী, সাজ্জাদ হোসেন, সবুজ হোসেন প্রমুখ।