দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন সবজি আবাদ সম্প্রসারণের লক্ষ্যে মোট ৭২০ জন কৃষকের মধ্যে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসা প্রভৃতি ফসলের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৯,১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের বীজ ও সার দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মসুর, সরিষা ও বিভিন্ন সবজির বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলি আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ১৪ ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।