ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

দশমিনায় বিদ্যুৎ লাইনে পাখি সাপ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

দশমিনায় বিদ্যুৎ লাইনে পাখি সাপ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় বৈদ্যুতিক লাইনে পাখি সাপ ফেলায় তারের জোড়া ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ।
শুক্রবার দুপুর সারে বারোটার সময় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মিলঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে পাখি সাপ স্পাকিং কারে লাইনের জোড়া সংযোগস্থল ডিসকানেক্ট হওয়ার বিষয় নিশ্চিত করে উপজেলা বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মোঃ জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সারে বারোটার সময় কে বা কাহারা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মিলঘর নামক স্থানে ৩৩কেভি বৈদ্যুতিক লাইনের উপর পাখি সাপ ফেলে তাহাতে লাইনের জোড়ার সংযোগস্থলে স্পাকিং করে লাইন ডিসকানেক্ট হয়ে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে জুমারনামজ পড়তে আসা মুসল্লীদের চরম গরম সৈহ্য করে নামজ আদায় করতে হয়। নামাজ পড়তে আসা মুসল্লীদের গরমে জামা ও পঞ্জাবি ভিজে যায়।
জুমার নামাজ পড়তে আসা মুসল্লীরা বলেন কোন ঝড় বা বৃষ্টি নয় বা কোন মাইকিং নয় হঠাৎ করে কারেন্ট নেই। উপজেলায় মসজিদ গুলোতে হাজার হাজার মুসল্লী জুমার নামাজ আদায় করার জন্য আসেন। আসৈহ্য গরমের মধ্যে নামাজ আদায় করেন। কাটেন্ট না থাকায় জামা- পাঞ্জাবি ভিজে যায়। ঐ ভেজা জামা-পাঞ্জাবিতে নামাজ আদায় করি। নামাজের সমটুকু বিদ্যুৎ থাকার জন্য কতৃপক্ষের কাছে অনুরোধ জানাই।
উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মোঃ জাকির হোসেন  জানান,  দুপুরে কে বা কাহারা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মিলঘর নামক স্থানে বৈদ্যুতিক তারের উপর পাখি সাপ ফেলে তাহাতে বৈদ্যুতিক তারের জোড়া সংযোগস্থলে স্পাকিং করে লাইন ডিসকানেক্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ।  দ্রুত সময়ের মধ্যে লাইন ঠিক করে বিদ্যুৎ সরবরাহের করা হবে। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সবরাহ বন্ধ থাকায় আন্তরিক ভাবে দুঃখিত। সকলকে ধৈর্য ধারন করার আহবান জানান।