বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা
মোহাম্মদ আককাস আলী :
বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে মাসকলাইয়ের চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে পোরশা উপজেলায় এর বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। আমবাগানের মধ্যে সাথী ফসল হিসেবে এবং রাস্তার ধারে, পুকুর পাড়ে, ও জমির আইলে এটি চাষ করা হচ্ছে, যা কৃষকদের বাড়তি আয় এনে দিচ্ছে। মাসকলাই চাষের জন্য উপযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
খরিফ-২ মৌসুমে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসকলাইয়ের বীজ বপন করা হয়, যা এই অঞ্চলের জন্য একটি ভালো সময়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাসকলাই হতে তৈরীকৃত ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি নামকরা হলেও নওগাঁর পোরশা উপজেলায় এর কদর দিনদিন বেড়েই চলেছে।
এছাড়াও মাস কলাই ডাল হিসেবে এ এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাসকলাই এর ভুষি গরু-মহিসের খাবার ছাড়াও উচ্ছিসটাংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একারনে বর্তমানে এ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে মাসকলাই চাষ হচ্ছে
Print [1]