ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশার আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়ওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী আবু মুসা (২৬) ধামইরহাট ইউনিয়নের উত্তর চকরহমত (বাদদিঘী) এলাকার ইসলাম হোসেনের ছেলে। তিনি ধামইরহাট নিমতলী বাজারে একটি হার্ডওয়ার দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর মোড় এলাকায় জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক হাবিব হোসেন (২২) উপজেলার ধামইরহাট ইউনিয়নের উত্তর চকরহমত (বাদদিঘী) এলাকার ইয়াসিনের ছেলে। তিনি নিমতলী বাজারে কসমেটিক্সের একজন ব্যবসায়ী ছিলেন।
বাম পা ভেঙে গুরুতর আহত হয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ইউনুস আলী (৫৫)। তিনি ধামইরহাট ইউনিয়নের আংঙ্গরত কলোনি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। অপরদিকে অটোরিকশার যাত্রী মুরাদ হোসেন (৩৭) ইসবপুর ইউনিয়নের মৃত সাহেব আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। আহতরা দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ভ্যানযাত্রী মুরাদ হোসেন জানান, তিনি ঢাকায় রিকশা চালাতেন। একারণে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ভ্যানে চড়ে ধামইরহাটে যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই একটি মোটরসাইকেল স্বজোরে এসে ধাক্কা দেয়। এরপর জ্ঞান হারিয়ে নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার ডান হাত এবং চালকের বাম পা ভেঙে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মাথা ফেটে বড় ধরনের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল চালক এবং আরোহী দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে।
আহত ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ‘দুজনেই ব্যবসা বন্ধ করে মটোরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এঘটনায় দুজনেরই মাথা ফেটে গুরুতর আহত হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর পথিমধ্যেই হাবিবের মৃত্যু হয়।’
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Print [1]