স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে সর্বত্র’: কয়েদিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গামাটি কারাগারে সিভিল সার্জন
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ও রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা আজ (বুধবার) রাঙামাটি জেলা কারাগার পরিদর্শন করেছেন। কারাগারে পৌঁছালে সিভিল সার্জনকে জেলা কারাগার কর্তৃপক্ষ সশস্ত্র সালাম জানায়। পরে তিনি কারাগারের বিভিন্ন অংশ ব্যারাক, হাসপাতাল (চিকিৎসা কেন্দ্র), রান্নাঘর ও অন্যান্য এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ডা. নূয়েন খীসা কয়েদিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বন্দীদের পরবর্তী জীবনে সৎপথে ফিরে আসার আহ্বান জানান।তিনি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ, খাবার, বিশুদ্ধ পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সুযোগ–সুবিধা পর্যালোচনা করেন। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারা কর্তৃপক্ষকে বেশ কয়েকটি সুপারিশ দেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করতে নিজের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শন শেষে সিভিল সার্জন জানান, “স্বাস্থ্যসেবা শুধু হাসপাতালে সীমাবদ্ধ নয়; এটি সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করছি।তিনি আরও বলেন, প্রতিমাসেই জেলার কারাগারসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করে নিয়মিত প্রতিবেদন তৈরি করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা দাখিল করা হবে।