ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: দৌলতপুরে কর্মীসভায় বাচ্চু মোল্লা

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: দৌলতপুরে কর্মীসভায় বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হোসেনাবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “জামায়াতে ইসলামী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

১৫ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সন্টু মেম্বার। তারেক রহমানের রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত এ সভায় বাচ্চু মোল্লা আরও বলেন, জামায়াতের নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে নারীদের কোরআন শপথ করিয়ে ভোট নেয়ার চেষ্টা করছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি জনগণকে জামায়াতের ‘‘জান্নাত’’ সংক্রান্ত ভুয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার আহ্বান জানান।

এ সময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তলে তলে জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করবেন না। আগস্টের পর থেকে দৌলতপুরে আপনাদের কোনো বাধা দেওয়া হয়নি বলে মনে করবেন না যে, দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে।”
তবে সাধারণ আওয়ামী লীগ কর্মীদের প্রতি তিনি সৌজন্য বজায় রাখার আহ্বান জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বাচ্চু মোল্লা বলেন, তার আমলে সেচ প্রকল্প, পল্লী বিদ্যুতায়ন ও বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ দেশে পরিবর্তনের সূচনা করেছিল।

সভায় নেতা–কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমানে অনেক মানুষ মাঠে-ঘাটে ধান কাটা, তামাক রোপণসহ মৌসুমি কর্মব্যস্ততায় রয়েছেন। তাই প্রয়োজনে তাদের কর্মস্থলে গিয়ে বিএনপির আদর্শ তুলে ধরতে এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে তিনি অনুরোধ জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আকবর আলী, আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ ও মো. আতাউর রহমান, যুবদল আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু এবং ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

বিএনপি নেতা মহাসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।