র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০২ ডিসেম্বর ২০২০ ইং তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বামন ডাংগা গ্রামস্থ গোডাউন বাজার টু তারাগুনিয়া গামী পাঁকা রাস্তায় জৈনক শফি ডাক্তারের ঘাসের জমি সংলগ্ন পাঁকা রাস্তার উপর ’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবরেট-১৮০ পিচ সহ ০১ জন আসামী মোঃ মিন্টু (৩২), পিতা- মোঃ নুরুল হক বিশ্বাস, সাং-বামন ডাংগা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।