ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রাজশাহীর জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে অবস্থিত জলিল বিশ্বাস পয়েন্ট ব্যবসায়ী ঐক্য ফোরাম এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর দিবাগত রাতে মার্কেটের নিজস্ব হলরুমে( তৃত্বীয় তলা) এই পরিচিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা মার্কেটির উন্নয়ন এবং ব্যবসায়ীদের করনীয় নিয়ে আলোচনা করেন।বিশেষ করে মার্কেট ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা ও আগত ক্রেতাদের নিরাপত্তার বিষয়টির উপর গুরুত্ব দেয়া হয়েছে।

মার্কেটটির নবনির্বাচিত সভাপতি মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলিল বিশ্বাস পয়েন্টের চেয়ারম্যান মেঃ আলী আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক সারোয়ার হোসেন( সভাপতি (IBWF) রাজশাহী মহানগর,মোঃ আরিফুল ইসলাম সম্রাট ( মার্কেট মালিক পক্ষ),মোঃ খাইরুল ইসলাম(পরিচালক রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি),মোঃ ইয়াসিন আলী (সহ সাধারন সম্পাদক রাকশাহী ব্যবসায়ী ঐক্য) সহ মার্কেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলী আজম বলেন, ইসলামে ব্যবসাকে হালাল বলা হয়েছে। যদি তা ক্রেতা- বিক্রেতা উভয়ের সমঝতায় ও লভ্যাংশ যদি পরিমিত হয় সে দিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।
পরে সভাপতি ইসাহাক আলী বলেন, জলিল বিশ্বাস পয়েন্ট মার্কেটটি ক্রেতাদের কাছে নির্ভরয়োগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছ। এই সুনাম যেন ক্ষুন্ন না হয় সে বিষয়ে দোকান মালিকদের সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি সম্প্রতি মার্কেটটির প্রবেশদ্বারে কিছু বখাটে বসে থাকে এতে ক্রেতারা বিশেষ করে মহিলা ক্রেতারা বিড়ম্বনায় পরছে। এদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে। বিশেষ করে মার্কেটে আগত ক্রেতাদের সাথে ভালো আচরনের প্রতি গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে পরিচিতি করিয়ে দেন। তারা হলেন, সভাপতিঃ মোঃ ইসহাক আলী (আল ফুরকান আতর হাউজ), সিনিয়র সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম আজাদ (পেন এন্ড ওয়াচ সার্ভিস), সিনিয়র সহ সভাপতি আবুল মনসুর আকবর আলী(নর্থ বেঙ্গল ওয়ার্চ),সহ সভাপতিঃ মোঃ সৌরভ হাসান(বৈশাখী ফ্যাশান), সাধারণ সম্পাদকঃ মোঃ শরিফুল ইসলাম রাজীব(রোজ পুষ্পো বিতান), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ কবির হোসেন(ল্যাপটপ পয়েন্ট), সাংগঠনিক সম্পাদক: মোঃ রাসেল রানা শামিম( শামীম ওয়াচ),কোষাধক্ষঃ মোঃ শাখাওয়াত হোসেন মুকুল-(পদ শোভা টেলিকম), দপ্তর সম্পাদকঃ ফরহাদ কবির খান (মনি)(হাজি স্টোর), ক্রিড়া সম্পদাকঃ মোঃ মিজানুর রহমান (মিলন)
(পারফেক্ট ওয়ার,সদস্যঃ মোঃ আলমঙ্গীর হোসেন
(ওউন স্টাইল ফ্যাশান)’ সদস্যঃ মোঃ ইব্রাহীম হোসেন (বাবু)(একটিভ ডিজিটাল),মোঃ শাহাদাত ইসলাম (নিসাত)(আন্ডার গ্রাউন্ড গ্যারাজ)।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চলনায় ছিলেন,মোঃ শরিফুল ইসলাম রাজিব রাজিব ( সাধারন সম্পাদক)