লালপুরে ভেজাল গুড় ও অবৈধ আখ মাড়াই বিরোধী অভিযান
এ জেড সুজন,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর, নাগদাহ, কৃষ্ণরামপুর ও চামটিয়া এলাকায় মঙ্গলবার অবৈধ আখ মাড়াই এবং ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৪২ ধারায় ৫টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ১৬ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি এবং ভারত থেকে আমদানিকৃত গোখাদ্যসহ ভেজাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত সব মালামাল ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন জানায়, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Print [1]