ভেড়ামারায় পদ্মায় ডুবে নিহত দুই কৃষকের পরিবারে জেলা প্রশাসকের মানবিক সহায়তা
হেলাল মজুমদার:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নালা ঘাট এলাকায় ডুবে মারা যাওয়া দুই কৃষক আব্দুর রশিদ (৫০) ও মামুন (২৮)-এর পরিবারের পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
পরে জেলা প্রশাসক নিহত দু’জনের কবর জিয়ারত করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Print [1]