ভেড়ামারা ইউএনও কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
হেলাল মজুমদার কুষ্টিয়াঃ তারুণ্যের উৎসবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ইউ এন ও কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের জমকানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল দশটার সময় ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজ মাঠে খেলাটি আনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম তিনি বলেন তারুণ্যের উৎসব ২০২৫ ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমাদের মানবিক গুণাবলী খেলাধুলার মধ্যে থেকে গড়ে ওঠে। বর্তমান সমাজে যে ধরনের মাদকের আগ্রাসন তরুণ সমাজকে ঘিরে ধরেছে এখান থেকে বাঁচতে হলে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরো বলেন আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে কিন্তু খেলার মাঠ কমে গেছে যেসব মাঠ ফাঁকা আগে ছিলো এখন সেসব জায়গায় বড় বড় বিল্ডিং বাড়ি উঠে গেছে। এখন যদি আমরা সরকারিভাবে এইগুলো পৃষ্ঠপোষকতা না করি তাহলে এক সময় সব হারিয়ে যাবে।আমরা খেলাধুলা কে মাঠে নিয়ে আসলে তাহলে যুব সমাজ নেশা থেকে দূরে থাকবে। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। এই খেলায় ছয়টি ইউনিয়নের ৬ টিম, ১ টি পৌরসভা,১টি উপজেলার টিম, মোট ৮ টিমের নক আউট পর্বের খেলা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ দর্শকরা খেলা উপভোগ করেন।
আজকে যে দুটো দল খেলা অংশগ্রহণ করেন তারা হলেন উপজেলা ক্রিকেট একাদশ, বনাম চাঁদগ্রাম ক্রিকেট একাদশ আজকের খেলায় চাঁদ গ্রাম ক্রিকেট একাদ ২৪ রানে বিজয়ী হয়েছেন।