ভেড়ামারায় অতিরিক্ত দামে সার বিক্রি: দুই ডিলারকে জরিমানা
হেলাল মজুমদার,কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে ইউরিয়া ও টিএসপি সার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। সরকারের নির্ধারিত মূল্য ইউরিয়া প্রতি কেজি ২৭ টাকা ও টিএসপি প্রতি কেজি ২৭ টাকা হলেও কিছু ডিলার ইউরিয়া ৩০ টাকা ও টিএসপি ৪০ টাকায় বিক্রি করছিলেন। এতে অতিরিক্ত মাত্রায় মুনাফা অর্জিত হচ্ছিল, অথচ ডিলাররা কোম্পানি থেকে কমিশনসহ সরকারি মূল্যেই লাভবান হচ্ছেন—অর্থাৎ একই সার বিক্রি করে তারা তিন দিক থেকে লাভ নিচ্ছিলেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা মিললে গোলাপনগর বাজারের মেসার্স নেহেরুল ট্রেডার্সের মালিক মো. আনারুল ইসলাম (৩৩)-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ফারাকপুর রেলগেট সংলগ্ন কৃষি বাড়ী ট্রেডার্সের প্রোপাইটর মো. তাজুল ইসলাম (৫৫)-কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার সময় দুই ডিলারই নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। অভিযানে ভেড়ামারা থানা পুলিশের একটি দল, স্থানীয় কৃষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, বাজারে সারের মূল্য নিয়ে কঠোর নজরদারি চলছে। কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।