ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির একটি নিয়মিত টহলদল দৌলতপুর সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৫২/৬-এস-এর নিকটবর্তী স্থান থেকে তাকে আটক করা হয়।

টহল দলের নেতৃত্বে থাকা হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তির নাম ওপেনদার (৩০)। তিনি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা। সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করায় বিজিবি সদস্যরা তাকে আটক করে।

৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।