ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত
হেলাল মজুমদার কুষ্টিয়া
সোমবার সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন কুষ্টিয়া ২-(ভেড়ামারা-মিরপুর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন
শিক্ষার মান উন্নত করার জন্য কার্যকর কৌশল এবং পরিকল্পনা নিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা।
কলেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সাথে নিয়মিত মত বিনিময় সভা করতে হবে।
স্কুলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং তাদের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
বর্তমান পরিস্থিতি বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, এ সময় বক্তব্য রাখেন ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ফয়জুল হাসান রবি,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রব, অর্থনীতি বিভাগের প্রভাষক নাজমুল আলম, বাংলা বিভাগের প্রভাষক আবু বক্কার সিদ্দিক, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ সহ অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থী।