চট্টগ্রামের সীতাকুন্ডে প্রতারণা মামলায় মুহাম্মদ তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
নিউজ বাংলা ডেক্স: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঘোড়ামরা এলাকার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মুহম্মদ সরওয়ার উদ্দিনের কাছ থেকে বিগত ২০১০ সালে একই ইউনিয়নের বাসিন্দা জোড়ামতল বাজারের পূর্ব পাশে আব্দুল মান্নানের ছেলে মুহাম্মদ তৌফিকুল ইসলাম (সাবেক মেম্বার) জায়গা বিক্রি করবে বলে ২৭ লক্ষ ৪০ হাজার টাকা নেন।
কিন্তু তৌফিকুল ইসলাম জায়গা বিক্রি না করে টাকাগুলো আত্মসাত করেন, বিগত ১৪/১৫ বছর যাবত তালবাহানা করতে থাকে প্রতারক তৌফিক ইসলাম।
এমতাবস্থায় চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন প্রবাসী সরওয়ার উদ্দিন। যাহার (মামলা নং- ৩০১/২৫ইং। ধারার ৪০৬/৪২০/৫০৬) আদালত তৌফিকুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আদালতের মাধ্যমে জারি করা গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন।