ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মিথ্যা তথ্য দিয়ে ইউনিয়ন পরিষদের মান ক্ষুন্ন করায় সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের মান ক্ষুন্ন করায় সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি। বরিবার বিকাল ৩ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সকল ইউ পি সদস্য এ সময় চেয়ারম্যান মহিউল ইসলাম মহি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমার পরিষদ নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে আমি সাংবাদিকদের মাধ্যমে তার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।

আগামী ইউ পি নির্বাচন কে সামনে রেখে আমার কিছু প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেও করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে। আমি চাই গণমাধ্যম কর্মীরা এই ঘটনা তদন্ত করে সঠিক ঘটনা বের করে আনবে।