হেলাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে জনসেবায় নিয়োজিত সরকারের ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসের স্থায়ী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার ডা.আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি থেকে এ ভূমি অফিসের স্থায়ী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রবিবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন,দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। জনজীবনের নিরাপত্তা কল্যাণ ও উন্নয়ণ নিশ্চিত করতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফর নাহার,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী,কুষ্টিয়া এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো.আনোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম পুলক,ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।