ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নওগাঁ জেলায় তিনবারের শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান সাপাহারের মেঘলা এন্টার প্রাইজ

আবু বক্কার: নওগাঁ জেলায় পরপর তিনবার শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সাপাহারের “মেঘলা এন্টার প্রাইজ” ব্যবসায় খাতে এ সাফল্য অর্জন করেছে। জানাগেছে, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯-২০১৯ অর্থ বছর উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গিকার ইএফডি তে হবে এনবিআর” শ্লোগান কে প্রতিপাদ্য করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বগুড়ার সভাকক্ষে, অতিরিক্ত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট রাজশাহী বিভাগের মির্জা সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠান আরম্ভ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ বগুড়া বিভাগ সৈয়দ মোকাদ্দেস হোসেন। বক্তব্য শেষে মুল্য সংযোজন (ভ্যাট)পরিশোধকারীর মধ্যে পরপর তিনবার সর্বোচ্চ করতাদা প্রতিষ্ঠান ” মেসার্স মেঘলা এন্টার প্রাইজের” স্বাত্তাধিকারী আরাফাত হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন তারা। এতে অংশ নেন ৪০ জন করদাতা। রাহশাহী বিভাগের ৮ জেলায় ৮ জন চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন বলেও জানযায়। উল্লেখ্য সাপাহার সদরে প্রায় ৯ বৎসর যাবত সুনামের সাথে মেসার্স মেঘলা এন্টার বাজাজ শোরুমে ব্যবসা পরিচলনা করে আসছে প্রতিষ্ঠানটি।