ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উত্তরাঞ্চলের লাখো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে শ্রমিক নেতা বাদল

রেজা মাহমুদ, নীলফামারী প্রতিনিধি: লাখো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সভাপতি, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল (ইন্না…রাজেউন)। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে আসে। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। উল্লেখ্য গত ৮ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল শুক্রবার তাকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।