ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা, ঢল নামে সর্বস্তরের মানুষের। সবার কণ্ঠে ছিল সাম্প্রদায়িক গোষ্ঠীকে হেটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়া। বিজয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিলো নানা আয়োজন। যার পুরোটাই ছিলো মুক্তিযোদ্ধা ঘিরে।

এর আগে সূর্যোদয়ের পর পরই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে উপজেলা শহীদ মিনারে। ফুল দেয়-কুষ্টিয়া -১ আসনের সাংসদ সওয়ার জাহান বাদশাহ্ , উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.শরীফ উদ্দিন রিমন, সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।