ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সৈয়দপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৩ কেজি গাঁজাসহ আসলাম হোসেন (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনকোলা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। রেল পুলিশ জানায়,আটক ওই মাদক ব্যবসায়ী বিশেষ কায়দায় দুটি বালিশের ভেতর গাঁজা বহন করছিল । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাকে আটক করা হয়। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।