ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রিফায়েতপুর যুব সংঘ ক্লাব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন জুয়েল  ধামইরহাটে  অটোরিকশা ও মোটরসাইকেল  সংঘর্ষ, সড়কে ঝরলো আরো একজনের প্রাণ।  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বোয়ালমারীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, চলছে আপসের চেষ্টা বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা দশমিনায় বিদ্যুৎ লাইনে পাখি সাপ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হলেন ডা. জাহিদ হাসান রিপক বাহাদুরপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন হোসেনাবাদ টেকনিক্যালে একাদশ শ্রেণিতে সবাই অকৃতকার্য

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে শীর্ষ সস্ত্রাসী অস্ত্র সহ গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ চৌকষ আভিযানিক দল অদ্য ২৭ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ২১.১০ ঘটিকা হতে ২২.১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ভবানী পুর বাজারস্থ জনৈক সাদ্দামের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের সামরিক শাখার প্রধান শীর্ষ সস্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলে সহযোগী ও আঞ্চলিক কমান্ডার ও বর্তমানে ভাবনীপুর এলাকার ত্রাস রশিদুল ইসলাম (৪২)’ কে লোহার দেশীয় তৈরী শুটার গান-০১ টি ও একনালা বুন্দুক- ০১ টি কার্তুজ গুলি-১৭ রাউন্ড,  হাসুয়া-০৪টি, বেতের তৈরী ঢাল-০৪, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড- ০৪ টি,  নগদ টাকা ১২২৭/- টাকা সহ ০১ জন আসামী মোঃ রাশিদুল ইসলাম (৪২), পিতা-মৃত তোরাব আলী শেখ, সাং-ভবানীপুর উত্তর পাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের সামরিক শাখার প্রধান শীর্ষ সস্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলের আঞ্চলিক কমান্ডার। সে সস্ত্রাসী মুকুলের নেতৃত্বে এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরণ, টেন্ডারবাজী ও নারী লুষ্ঠন সহ বিভিন্ন ধরণে অপকর্ম পরিচালনা করে এবং তার বিরুদ্ধে ০৫টি মামলা ও ০১টি সাধারাণ ডাইরি রয়েছে।

এই বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফ্ধসঢ়;ফারুজ্জামন বলেন চাঁদাবাজি, হত্যা, গুম, অপহরণ, টেন্ডারবাজী, মদক, কিশোর গ্যাং ও নারী লুষ্ঠন সহ সকল প্রকার অপরাধের মূল শেকড় উপড়ে ফেলা হবে। তিনি আরো বলেন এই ধরণের অভিযান সচল রেখে চাঁদাবাজি, হত্যা, গুম, অপহরণ, টেন্ডারবাজী, মদক, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Tag :

রিফায়েতপুর যুব সংঘ ক্লাব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন জুয়েল 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে শীর্ষ সস্ত্রাসী অস্ত্র সহ গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ চৌকষ আভিযানিক দল অদ্য ২৭ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ২১.১০ ঘটিকা হতে ২২.১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ভবানী পুর বাজারস্থ জনৈক সাদ্দামের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের সামরিক শাখার প্রধান শীর্ষ সস্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলে সহযোগী ও আঞ্চলিক কমান্ডার ও বর্তমানে ভাবনীপুর এলাকার ত্রাস রশিদুল ইসলাম (৪২)’ কে লোহার দেশীয় তৈরী শুটার গান-০১ টি ও একনালা বুন্দুক- ০১ টি কার্তুজ গুলি-১৭ রাউন্ড,  হাসুয়া-০৪টি, বেতের তৈরী ঢাল-০৪, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড- ০৪ টি,  নগদ টাকা ১২২৭/- টাকা সহ ০১ জন আসামী মোঃ রাশিদুল ইসলাম (৪২), পিতা-মৃত তোরাব আলী শেখ, সাং-ভবানীপুর উত্তর পাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের সামরিক শাখার প্রধান শীর্ষ সস্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলের আঞ্চলিক কমান্ডার। সে সস্ত্রাসী মুকুলের নেতৃত্বে এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরণ, টেন্ডারবাজী ও নারী লুষ্ঠন সহ বিভিন্ন ধরণে অপকর্ম পরিচালনা করে এবং তার বিরুদ্ধে ০৫টি মামলা ও ০১টি সাধারাণ ডাইরি রয়েছে।

এই বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফ্ধসঢ়;ফারুজ্জামন বলেন চাঁদাবাজি, হত্যা, গুম, অপহরণ, টেন্ডারবাজী, মদক, কিশোর গ্যাং ও নারী লুষ্ঠন সহ সকল প্রকার অপরাধের মূল শেকড় উপড়ে ফেলা হবে। তিনি আরো বলেন এই ধরণের অভিযান সচল রেখে চাঁদাবাজি, হত্যা, গুম, অপহরণ, টেন্ডারবাজী, মদক, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।