ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ , আজকের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এনামুল হক,ময়মনসিংহ: “এগিয়ে যাচ্ছে দেশ,আমাদের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বুধবার ৩০ ডিসেম্বর সকালে প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও মহাপরিচালক জিম্মানুল আনোয়ারের সঞ্চালনায় আলোচনা ও কেককাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ৪র্থ বর্ষপতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিবিএমসিবি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশার প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,সহকারী প্রোগ্রামার আইসিটি বিভাগ জোবাইদা সুলতানা প্রমূখ। পরে আলোচনা শেষে ৪র্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে কেক কাটা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।