ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

খলিসাকুন্ডি ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃতরা হলেন-মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল খালেক মন্ডল এর ছেলে খোকন মন্ডল (৩৮) ও উপজেলার বালিয়াশিষা গ্রামের মৃত জাবেদ আলী মন্ডল এর ছেলে জাহিদ হাসান (৩৮)।

এ বিষয়ে খলিসাকুন্ডি ক্যাম্প ইনচার্জ বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীর একটি দল ফেনসিডিলসহ খলিসাকুন্ডি পাঁচপীর মাজার শরিফ সংলগ্ন স্থানে পৌঁছে দিতে অপেক্ষা করছিল। ওই সময় সঙ্গি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় কয়েক জন পালিয়ে যায়। এ ব্যপারে দৌলতপুর থানায়মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।