1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহী দুর্গাপুরে অবৈধ পুকুরের খননের কারনে ক্ষতিগ্রস্থ  গ্রামীণ সড়ক - dailynewsbangla
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউএনও’র নাম ভাঙিয়ে ৩১ টন চাল আত্মসাতের চেষ্টা রক্ষক যখন নিজেই ভক্ষক বগুড়া বেকারত্ব মোচনে কাজ করছেন ঐতিহ্যবাহী  আকবরিয়া হোটেল বগুড়ায় ২ শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান প্রদান করলেন জামায়াত বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার বগুড়া গাবতলীতে জিয়াবাড়ি পরিদর্শন করলেন  নবাগত — জেলা প্রশাসক বগুড়া    ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন সাপাহারে ইসলামী আন্দোল বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ফুটবল মাঠে ছুরিকাঘাতে কিশোর নিহত বগুড়া জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

রাজশাহী দুর্গাপুরে অবৈধ পুকুরের খননের কারনে ক্ষতিগ্রস্থ  গ্রামীণ সড়ক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

মাজহারুল ইসলাম চপল, রাজশাহী: রাজশাহী দুর্গাপুর উপজেলার পানানগর এলাকার ডাঙ্গিরপাড়া সড়কটি অবৈধ পুকুর খননকারিদের  মাটি ব্যবসার ফলে গ্রামীণ সড়ক ভেঙ্গেছে। ঢেকেছে  রাস্তার কার্পেটিং, যেন দেখে বোঝার উপাই নাই এটা কাঁচা রাস্তা নাকি পাকা রাস্তা। সড়কটি পরিণত হয়েছে কাঁচা রাস্তা।  সড়কটিতে শতাধিক মাটি বাহী ট্রাক্টর দিন রাত বেপরোয়াভাবে মাটি বহন চলছে। বড় বীট যুক্ত  চাকা হওয়ার কারণে অল্পে রাস্তার পিচ উঠে যাচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের, সড়ু রাস্তা ও  মাটি ওজনের রাস্তার পাড় ভেঙে যাচ্ছে । ট্রাক্টরের পেছনের অংশ খোলা থাকায়  মাটি রাস্তায় পড়তে পড়তে যায়, ভাঙ্গা কাদাযুক্ত রোডেই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা।

এই অবৈধ  পুকুর খননকারী চক্র, বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে নিরীহ কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে কৃষি জমি লিজ নিয়ে আবার  কেউ জমি দিতে অধিকৃতি জানালে কৌশলে তাদের জমি মাঝখানে ফেলে কৃষকদের বেকায়দায় ফেলছে। নিরুপায় হয়ে জমি দিতে বাধ্য হচ্ছে অসহায় কৃষক । ফলে আশঙ্কাজনক  ভাবে কমছে এই এলাকার ফসিল জমি জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় তিন পুকুর খননকারী এলাকার প্রভাবশালী হওয়ার কারণে এলাকার কেউ তাদের কিছু বলার সাহস রাখে না।

ফসলি জমিতে  পুকুর খনন করে মাটি বিভিন্ন নিচু জায়গায় ভরাটের কাজে ও ” জমির টপ সয়েল” বিভিন্ন ভাটাতে,প্রতি গাড়ি ৮০০  থেকে ১২০০ টাকা দরে বিক্রি করেছে। এলাকাবাসী জানায়, বর্তমান৩ নং পানানগর  ইউনিয়ন চেয়ারম্যানের ভাই মইদুল কয়েকদিন আগেও একটি পুকুর করেছিল এখনও আরেকটি করছে আর সাবেক ইউপি চেয়ারম্যান রবিনও পুকুর খুঁড়ছেন। রাস্তার এই অবস্থার কারণে আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে থানা পুলিশ এসে জনগণকে বাধা দেয় পরবর্তীতে কোথা থেকে কি হলো কিছু বুঝতে পারলাম না সবকিছু ঠিক হয়ে গেল আগের মতই গাড়ি চলতে শুরু করেছে।

আমাদের খারাপ লাগছে রাস্তা ভেঙে যাচ্ছে রাস্তাটির বয়স  মাত্র তিন বছর বয়স হবে।  এই রাস্তাটি এখনই তারা শেষ করে দিল,বর্ষার মৌসুমে কি হবে আমাদের আবারো সেই কাদাযুক্ত রাস্তা। কি করবো আমাদের কিছুই করার নেই তাদের টাকা আছে ক্ষমতা আছে? রাস্তা ভাঙ্গার কারিগর পুকুর খননকারী মইদুল বলেন, আমাদের মাটি নিচেই আছে আরেকটা পুকুর কাটছে তাদের মাটি পরিবহন করছে আমার দুই একটা গাড়ি উপরে উঠতে পারে। পাশের পুকুর  কে কাটছে আমি জানিনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  মহসিন মৃধা জানায়,রাস্তা রাষ্ট্রীয় সম্পদ এটি নষ্ট  করার অধিকার কেউ রাখেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের একটাই দাবি বহুল কাঙ্ক্ষিত রাস্তা রক্ষা করা হোক ,অবিলম্বে রাস্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ