ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় হোসেনাবাদ বাজর এলাকার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাচ্ছিম বিল্লাহ’র নিজস্ব অর্থায়নে তার নীজ বাসভবন চত্বরে অসহায় শীতার্তদের মাঝে ৬‘শ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাচ্ছিম বিল্লাাহ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আফাজ উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলাউল হক,দৌলতপুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সভাপতি আবকর ছিদ্দিক, সম্পাদক আব্দুল হালিম শিকদার,আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, হাজি গোলাম মোস্তফা নাডু, দৌলতপুর কলেজের প্রভাষক ফারজানা ববি লিনাসহ সাংস্কৃতিক জোটের নেতা কর্মী বৃন্দ।