ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কুষ্টিয়ায় ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিবেদক: দেশের উন্নয়নের একমাত্র চালিকা শক্তি, দক্ষ মানব শক্তি রূপায়নে দেশ এগিয়ে চলেছে সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিকদের নিয়ে গড়ে উঠা ঐক্যের প্রতিক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির অন্তর্ভুক্ত কুষ্টিয়া জেলা শাখা কমিটি পূর্ণাঙ্গ ২১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয় । সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও মহাসচিব এসএম নূরুন্নবী নির্বাচিত হোন। কুষ্টিয়ায় সমিতির বার্ষিক সাধারণসভা শুরু হয় আ.ফ.ম নুরুল কাদেরের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এবং ইসলাম ইঞ্জিনিয়ারিং-এর সত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ২২জানুয়ারী’২১ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া রাইফেল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সমিতির প্রাক্তন সভাপতি রেজাউল আলমের মৃত্যুতে মাগফিরাতের কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি থাকার সদয় সম্মতি দিয়েছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লূৎফুন নাহার কিন্তু তিনি সরকারি কাজে কুষ্টিয়ার বাইরে যাওয়ায় মুঠো ফোনে দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ অতিথি বিসিক উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সোলায়মান হোসেন, যমুনা ওয়েল্ডিং লিমিটেডের এক্সিকিউটিভ (সেলস্ধসঢ়;) নিয়াজ মূর্শেদ সাজিদ, যমুনা ওয়েল্ডিং লিমিটেডের কুষ্টিয়া ডিস্ট্রিবিউটর আব্দুল হান্নান।

স্বাগত বক্তব্য রাখেন অত্র সমিতির মহাসচিব এস.এম নূরুন্নবী। বার্ষিক সাধারণসভায় সমিতির ২০২০অর্থ বছরের আয়ব্যয়ের হিসেব পড়ে শুনান কোষাধ্যক্ষ মোঃ রহমত আলী রঞ্জু এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, মিজানুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আল-হেলাল প্রমুখ। বার্ষিক সাধারণ সভার সৌজন্যে ছিলেন যমুনা ওয়েল্ডিং লিমিটেড। বক্তারা বলেন, সমিতির সকল সদস্যদের কল্যাণে নির্বাহী পরিষদ সবসময় গুরুত্ব দিয়ে যাবে, এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন এবং সমিতির মাসিক চাদা পরিশোধের অনুরোধ জানান। সার্বিক সঞ্চালনায় ছিলেন ইমারত হোসেন মিনু।