ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সারা দেশের ন‍্যায় শার্শায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধ: সারাদেশের সাথে শার্শায়ও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশনা শারমিন মিথী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ্ আহমেদ মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা আইটি কর্মকর্তা আহসান হাবীব, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদর“ল আলম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন ও শার্শা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।