ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১২ জন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১২ জন কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ৩০ জানুয়ারি ২০২১ ইং তারিখ রাত  ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারোদাগ (পূর্বপাড়া) গ্রামস্থ পাওয়ার হাউজের পিছনে ০৩নং গেইট সংলগ্ন টিনের ঘর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নগদ টাকা মোবাইল ফোন, মোটরসাইকেল  সহ ১২ জন আসামী মোঃ সোহেল রানা (৩৮), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-বাহিরচর ষোল দাগ,  মোঃ বেলাল হোসেন (৫০), পিতা-মৃত মল্লিক চাঁদ, সাং-ব্রাহ্মণ পুর, মোঃ জগলু সরদার (৫১), পিতা-মৃত হাজী নবী উদ্দিন সরদার, সাং-বাহিরচর ষোল দাগ, মোঃ শাহজাহান মিয়া (৫২), পিতা-মৃত আবুল কাশেম, সাং-বাহিরচর ষোল দাগ, মোঃ আব্দুল্লাহ-আল-মামুন (৩৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-বাহিরচর ষোল দাগ, মোঃ আকবর আলী (৩৫), পিতা-মোঃ রজব আলী, সাং-বাহিরচর বারো দাগ, মোঃ মামুন খান (৩২), পিতা-মৃত মজনু খান, সাং-বাহিরচর ষোল দাগ, মোঃ সেন্টু আলী (৩১), পিতা-মৃত রমজান আলী, সাং-বাহিরচর বারো দাগ, মোঃ শাহবুুল আলম বিপ্লব (৪৮), পিতা-মৃত রাশেদ আলী, সাং-বাহিরচর বারো দাগ, মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা-মৃত মেহের আলী প্রাং, সাং-বাহিরচর বারো দাগ, মোঃ রেজাউল করিম (৪৮), পিতা-মৃত তোজাম্মেল হক, সাং-বাহিরচর ষোল দাগ,  মোঃ আল আমিন (৩২), পিতা মোঃ মহসিন আলী, সাং-বাহিরচর বারো দাগ, সর্ব থানা ভেড়ামারা, কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।